অনুপ্রেরণামুলক উক্তি / আপনি যেমনটি হতে চান তেমনই নিজেকে কল্পচোখে দেখুন
নিজেকে দেখুন একজন সংগঠিত, পরিপাটি ও দক্ষ ব্যক্তি হিসেবে এবং চিন্তা করুন যে আমার জীবনের নিযন্ত্রণ আমারই হাতে, স্মরণ রাখবেন, আপনি অভ্যন্তরে যে ব্যক্তিকে ‘দেখতে’ পাবেন ঠিক তাকেই বাহ্যিকভাবে ’পাবেন’।
নিজের ভেতরে নিজের এমন একটি মানসিক চিত্র আকুন যে তার জীবন ও সময়কে নিয়ন্ত্রনে রাখতে সক্ষম।
আপনি যা হতে চান, তাই নিজেকে ভাবুন। মনে রাখবেন আপনি নিজেকে যা ভাববেন, আপনি কিন্তু তাই হবেন।
আপনি আর আপনার জীবন দুটি আলাদা সত্ত্বা। আপনার জীবন আপনাকে ততটুকু দিবে, যতটুকু তার মূল্য পরিশোধ করবেন।

No comments