Header Ads

Header ADS

অনুপ্রেরণামূলক উক্তি / শৃঙ্খল হতে হলে তার মূল্য পরিশোধ করতে হয়


শৃঙ্খল হতে যে দাম দিতে হয় তা পরিশোধ করতে আপনি যদি নিজের ওপর বল প্রয়োগ করেন, আপনার ভালো লাগুক বা না লাগুক, যা করতে হবে তা করেন তবে আপনি নিশ্চয়ই সফল হবেন। আপনি যা জানেন আপনি যদি তাই করেন এবং যখন দরকার তখনই করেন তবে আপনি সহজেই শৃঙ্খলা গঠন করতে পারবেন। এভাবে আপনার সাফল্য নিশ্চিত। নতুবা জীবনে সাফল্য অর্জন করা তো সম্ভব হবেই না ; বরং আপনার জীবনও সংকটাপন্ন হয়ে পড়বে।

সময়কে দক্ষভাবে কাজে লাগাতে পারার যে ফলাফল তা বিরাট। এই বিরাট ফলাফল আপনিও লাভ করতে সক্ষম হবেন। আপনার পক্ষে আপনার সময়কে দক্ষভাবে কাজে লাগানো সম্ভব। আপনি পারবেন সেই যোগ্যতা আপনার মধ্যে আছে।

No comments

Powered by Blogger.